মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া প্রতিনিধিঃ-
আলোকিত বগুড়ার আয়োজনে প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (২৯শে জুলাই) সন্ধ্যা ৬ টায় বগুড়া সাতমাথা প্রাঙ্গনে প্রায় দুই শতাধিক করোনা বিপদগ্রস্থ মানুষের মাঝে একবেলা খাবার বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার জেলার পুলিশ সুপার জনাব আলী আশরাফ ভূঞা(বি পি এম বার),অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফয়সাল মাহমুদ, সদর থানার অফিসার ইনচার্জ এস এম সেলিম রেজা সহ বিশিষ্ট ব্যাবসায়ী পরিমল প্রসাদ রাজ ও অন্যান্যরা।
আলোকিত বগুড়ার প্রতিষ্ঠাতা/ নির্বাহি পরিচালক এর নিজস্ব উদ্যেগে এ একবেলা খাবারের আয়োজন শুরু হয় করোনা শুরু থেকে যা আজ অবধি চলে আসছে।নির্বাহি প্রধান অ্যাডঃ ফেরদৌসী আক্তার রুনা বলেন শুধুমাত্র লকডাউন নয় যতদিন করোনা চলবে বছরব্যাপি বিপদগ্রস্থ মানুষের পাশে আলোকিত বগুড়া যাবে তাদের দ্বারে দ্বারে।
এই মহামারিতে একটা ব্যাক্তিও যেনো অভূক্ত না থাকে তারই প্রচেষ্টা মাত্র।তিনি সমাজের বিত্তবানদের কাছে সহযোগীতা চেয়েছেন যেনো এ একবেলা খাবারের আয়োজন বছরব্যাপী চালু রাখতে পারেন।
আলোকিত বগুড়া ‘র সঙ্গে সংশ্লিট যারা আছেন,যারা সহযোগীতারর হাত বাড়িয়েছেন এছাড়া যারা শ্রম ও সময় দিচ্ছেন প্রত্যেকের প্রতি তিনি কৃতঙ্গতা জানিয়েছেন,আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়েছেন।
উপস্থিত ছিলেন আলোকিত বগুড়ার অন্যতম সদস্যবৃন্দ আলী আহমদ,মাসুদ পারভেজ,রেজাউল করিম বিপ্লব,শিপলু রহমান,আনিসুর রহমান,রাইসুল ফেরদৌস রাহুল,শুভ প্রমূখ।
Leave a Reply