নিউজ ডেস্ক :-
সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল, জানাব বিল্লাল হোসেন এর সহযোগিতা এ,এস,আই সাজিদুল ইসলামের সর্বিক তত্বাবধানে, জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্র,
ছাতক উপজেলা সুনামগঞ্জ এর মধ্যাস্হানে জাউয়া বাজার থেকে কৈতক আসার পথে,গত ৩০/১০/২০২১ ইং তারিখে জাতীয় দৈনিক আমাদের মাতৃভূমি পএিকার ছাতক উপজেলা প্রতিনিধি দৈনিক বিজয়ের বানী ও কুশিয়ারা টিভির সুনামগঞ্জ জেলার বিশেষ প্রতিনিধি (সাংবাদিক) মোহাম্মদ জাকারিয়ার মোবাইল ফোন টি হারিয়ে যায়।।
সাথে সাথে ছাতক থানায় ২৫/১১/২০২১ ইং তারিখে একটি সাধারণ ডায়েরি করা হয়/ জিডি করা হয়।জিডি নং ১২১২। দীর্ঘ মাস দেড়মাস পর গত ১০/০১/২০২২ ইং তারিখে হারিয়ে যাওয়া মোবাইল ফোন টি ছাতক থানা ও জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এ,এস, আই জনাব সাজিদুল ইসলাম সেই মোবাইল ফোন টি (সাংবাদিক) মোহাম্মদ জাকারিয়ার হাতে হস্তান্তর করেন।।
তাই ছাতক থানার ও জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এ,এস,আই,সাজিদুল ইসলাম সহ সকল পুলিশ কতৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন (সাংবাদিক) মোহাম্মদ জাকারিয়া।।
কারন তাদের অক্লান্ত পরিশ্রমের কারনে আজ জাতীয় দৈনিক আমাদের মাতৃভূমি পএিকার দৈনিক বিজয়ের বানী ও কুশিয়ারা টিভির সাংবাদিকের হারিয়ে যাওয়া মোবাইল ফোন টি ফিরে পেয়ে অনেক আনন্দিত হয়েছেন।।
পরিশেষে এ,এস,আই জনাব সাজিদুল ইসলামের ভুয়োশি প্রসংশা করেছে জাতীয় দৈনিক আমাদের মাতৃভূমি পএিকা,দৈনিক বিজয়ের বানী পএিকা ও কুশিয়ারা টিভির সুনামগঞ্জ জেলার বিশেষ প্রতিনিধি (সাংবাদিক) মোহাম্মদ জাকারিয়া।।
আবারো ধন্যবাদ পুলিশ কতৃপক্ষ কে।।
Leave a Reply