জাকির হোসেন সুমন সিলেট ব্যুরোঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জের সিলেট-আখাউড়া রেলপথের বড়গাছ নামক এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত (৫৫) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (১২আগস্ট) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সুরমা মেইল ট্রেন ভানুগাছ রেলওয়ে স্টেশন ছেড়ে গেলে আউটার এলাকার পাশে এ দুর্ঘটনাটি ঘটে। সকাল ১১ টায় রেলওয়ে পুলিশ মরদেহটি রেল লাইনের উপর থেকে উদ্ধার করে।
স্থানীয়রা জানান, সকালে কমলগঞ্জের ভানুগাছ রেল স্টেশনের পার্শ্ববর্তী বড়গাছ নামক এলাকায় রেললাইনের উপরে ভারসাম্যহীন অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশের এসআই হুমায়ুন কবির ও জয়নুল আবেদীন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার কবির আহমেদ বলেন,ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই তাকে রেল স্টেশনসহ আশপাশের এলাকায় ঘুরতে দেখা যেত।
শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
Leave a Reply