মোঃ জহুরুল ইসলাম সৈকত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ-
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২নং রায়নগর ইউনিয়ন পরিষদে গরীব অসহায় মানুষসহ দিনমজুর, ও রিকশা-ভ্যানচালক, মাঝে স্বাস্থ বিধি মেনে ১৫ জন হতদরিদ্রের পরিবারের মাঝে সচেতন করেন এবং প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। চাল বিতরণ করা হয়েছে।
করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের মানবিক সহায়তা খাদ্যসামগ্রি বিতরণ করা হয়। শনিবার (৩ই জুলাই) দুপুর সাড়ে ১২ টার সময় রায়নগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এ আয়োজিত চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা।
এ সময় উপস্থিত ছিলেন ১২ নং রায়নগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি, ইউপি সদস্য মোঃ তোফাজ্জল হোসেন তোফা প্রমুখ।
এসম তিনি বলেন যে করোনা ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্যসামগ্রি উপহার হাতে তুলে দেওয়া হয়।
সরকার দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কিছু বিধিনিষেধ জারি করেছে। এতে খুব স্বাভাবিকভাবেই দরিদ্র মানুষের খানিকটা কষ্ট হচ্ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি মোকাবিলায় মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছেন। এই বিধিনিষেধের ফলে করোনা সংক্রমণের হার কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply