ইলিয়াস হাওলাদার ঝালকাঠি জেলাা প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া ও চেঁচরী রামপুর ইউনিয়নের বাশবুনিয়া ও দক্ষিন চেঁচরী গ্রামের সাধারণ মানুষ স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী ও কোমলমতি শিশুরা এই সাকো দিয়ে চলাচল করে।
জানা যায়, জেলা ও উপজেলা শহরের যাতায়াতের জন্য সেচ্ছায় এই সাঁকোটি নির্মান করেছেন স্থানীয় লোকজন, প্রায় দুই যুগ ধরে এই সাঁকো দিয়ে পারাপার করেন এলাকাবাসী। স্থানীয় জনগণের দাবী এখানে যেন একটি ব্রীজ নির্মান করাহয়।
ইউনুছ তালুকদার নামে একজন কৃষক বলেন, আমরা অনেক কষ্ট করে এই সাঁকো পার হই, মাথায় বোঝা নিয়ে এই সাঁকো পার হওয়া যায়না, আমরা শাক সবকি নিয়ে বাজারে জেতে পারিনা।
স্কুলের শিক্ষার্থীরা জানান, আমরা এই সাঁকোদিয়ে স্কুলে আসা যাওয়া করি, বৃষ্টির সময় পার হতে অনেক কষ্ট হয়, অনেক সময় বাই খাতা পরে যায়। এমনকি আমার সহপাঠি চার থেকে পরে গেছে। আমরা এখানে একটি ব্রীজ চাই।
৮৯ নং বাশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা গোধুলি ঘোষ বলেন, সাঁকোটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ তাই আমাদের স্কুলের ছাত্র ছাত্রীদের আসাযাওয়ায় ভোগান্তি হয়, কিছুদিন পূর্বে আমাদের স্কুলের এক ছাত্র পরে গেছিলো, এখানে ব্রীজ হলে এলাকার মানুষের কষ্ট লাগব হবে, স্কুলেও ছাত্র ছাত্রীরা আসাযাওয়া করতে পারবে।
এ বিষয়ে কাঠালিয়া রাজাপুর -১ আসনের সাংসদ আলহাজ্ব বজলুল হক হারুন আশ্বস্ত করে বললেন আগামী অর্থবছরে ব্রিজটি নির্মাণের ব্যবস্থা করা হবে।
Leave a Reply