মোঃ-আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা, কানাইডাঙ্গা স্পোর্টিং ইয়াং স্টার ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালের শেষ খেলাটি অনুষ্ঠিত। আজ শনিবার,(৩১ই অক্টোবর) বিকাল ৪ঃ০০ ঘটিকার সময় কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে খেলাটি শুরু হয়। আজকের খেলায় যে শক্তিশালি দল দুইটি মনোমুগ্ধকর খেলাটি উপহার দেন তারা হলেন কার্পাসডাঙ্গা গোল্ড স্টার বনাম জয়পুর একাদশ। নিদিষ্ট সময়ের খেলায় গোল শূন্য ভাবে খেলাটি শেষ হয় ফলে মেসটি টাইব্রেকারের মধ্যদিয়ে ফলাফল নিশ্চিত করা হয়। জয়পুর একাদশ ৪-৩ গোলে কার্পাসডাঙ্গা একাদশকে পরাজিত করেন। উক্ত সেমিতে উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা কামাল (সাধারণ সম্পাদক কানাইডাঙ্গা খাল পাববস লিমিটেড), মোঃ আলমগীর কবির লাভলু (কানাইডাঙ্গা সিপি), সাংবাদিক মাসুদুর রহমান, এমএ আজিজ, মোঃ ফারুক হোসেন,মোঃ শাহাদাত হোসেন সহ আরো অনেকই উপস্থিত ছিলেন। আজকের খেলাটি পরিচালার দায়িত্ব পালন করেন মোঃ আশরাফুল ইসলাম( মাষ্টার) তিনাকে সহযোগিতা করেন মোঃ বোরহান উদ্দিন ও মোঃ সেলিম রেজা। এর আগে সেমির প্রথম খেলায় টাইব্রেকারে শিবপুর একাদশকে ০-১ গোলে কার্পাসডাঙ্গা কলেজ পাড়া একাদশ পরাজিত করেন। ফাইনাল খেলাটি তারিখ নির্ধারণ হলে অাপনাদের কে জানানো হবে। খেলা সকল প্রকার আপডেট নিউজ পেতে চোখ রাখুন জনপ্রিয় অনলাইন মানবতা টিভি চ্যানেলের পর্দায়।
Leave a Reply