মোঃ জাকির হোসেন জুড়ী প্রতিনিধিঃ
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনায়, কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদক ও রাজনৈতিক মামলার আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ডেভিল হান্টের তালিকায় থাকা ২ জন আসামি রয়েছেন। ০৫ মার্চ রাতে কুলাউড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কুখ্যাত মাদক ব্যবসায়ী হাবিব ওরফে হবিব (৫০), মোঃ রাহেল মিয়া (২১), রশিদ আহমদ লিটন ও সোহেল আহমদ। এছাড়াও, রাজনৈতিক মামলায় ইনসান আলী (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপছার বিডি টাইমস ২৪ কে জানান, হাবিবের কাছ থেকে ১০০ পিস, রাহেলের কাছ থেকে ৪০ পিস, লিটনের কাছ থেকে ২৫ পিস এবং সোহেলের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পলাতক আসামি সেফুল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রাজনৈতিক মামলায় গ্রেফতার ইনসান আলী কুলাউড়া উপজেলার শ্রমিক লীগের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতদের ৬ জুন মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply