আসিফ জাহান
বিশেষ প্রতিনিধি কুলাউড়া
কুলাউড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু প্রবর্তিত সুদমুক্ত ক্ষুদ্র ঋণ জাগরণী সপ্তাহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২১ (ডিসেম্বর) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে পল্লীসমাজসেবা কার্যক্রমের আওতায় অনুষ্ঠিত আলেচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমেদ, সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খাঁন সাহেদ।
উপজেলার সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৪ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত এই সুদমুক্ত ক্ষুদ্র ঋণের বিষয়ে জাগরণী সপ্তাহের আলোচনা সভা শেষে গ্রামীণ জনগোষ্ঠির স্বনির্ভরতা অর্জনের জন্য উপজেলার ৮২ জন ব্যক্তির মাঝে সুদমুক্ত ষোল লক্ষ ষাট হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর এর প্রধান সমন্বয়ক মোঃ খায়রুল আলম কয়সর, উপজেলা সমবায় কর্মকর্তা সোনামোহন বিশ্বাস, সাংবাদিক শাকিল রশিদ চৌধুরী, তথ্য সেবা কর্মকর্তা পেয়ারা আক্তার রুবি। এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী সমাজসেবা অফিসার, ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ প্রমুখ।
Leave a Reply