আসিফ জাহান
বিশেষ প্রতিনিধি কুলাউড়া
কুলাউড়া উপজেলার ১২নং পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডে থামা গাং হইতে হাওরের মাঝ হইতে পুর্বদিকে রবিরবাজার মকবুল মিয়ার সমিল এর সামনা প্রর্যন্ত রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। অত্র গ্রামের মেম্বার জনাব ফজল আহমেদ জানান।উক্ত কাজের মাধ্যমে অত্র গ্রামের মানুষের চলাচলের সুবিধা হবে।তিনি আরো জানান এই রাস্তার কাজ সম্পন্ন করা কালীন কোনো জায়গায় ৫-৭ ফুট মাঠি ভরাট হয়েছে।এবং তিনি নিজেই উপস্তিতি থেকে কাজ করিয়েছেন।
গ্রামের লোক জনের কাছ থেকে জানতে পারলাম তাদের এই রাস্তা হওয়ায় তাদের খুব সুবিধা হয়েছে। অত্র গ্রামের সরদার সুনু মিয়া বলেন এক সময় এখানে একটি সরু রাস্তা ছিল। হাঠা চলা করতে অসুবিধা হতো। অগ্রাহায়ন মাসে ধান তুলতে মহা সংকটে পরতো।
২নং ওয়ার্ডের মেম্বার সাহেব বলেন আগামীতে জনসাধারণের সুবিধার্তে এই রাস্তা পাকা করে দেবেন।
Leave a Reply