আসিফ জাহান
বিশেষ প্রতিনিধি কুলাউড়া
শুরু হলো শোকের মাস মহররম। গতকাল১১ আগস্ট থেকে শুরু হয়েছে নতুন ইসলামী বর্ষ
মহরমের মধ্যে দিয়ে শুরু হচ্ছে ইসলামী নববর্ষ। নতুন হিজরি বর্ষ শেষ হবে ধুল আল-হিজাহের মধ্যে দিয়ে।
গত ১০ আগস্ট সন্ধেবেলা চাঁদ দেখা যায়, তাই গতকাল থেকেই শুরু হয় মহররম মাস।
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে মহরম মাস হলো শোকের মাস। কারণ এই মাসেই ইমাম হুসাইন (আঃ) ও তাঁর ৭২ জন সঙ্গীকে হত্যা করা হয়। এই কারণে মহরমে শোকপালন করেন শিয়া মুসলিমরা। কারবালায় হজরত ইমাম হুসেন ও তাঁর ৭২ জন সঙ্গীর মৃত্যুর কথা স্মরণ করে শিয়া মুসলিমরা শোকপালন করেন। হজরত ইমাম হুসেন ও হজরত ইমাম হাসানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাজিয়া মিছিল ও মাজলিস মাত্তাম করা হয়।
হযরত মোহাম্মদ (সাঃ)এর পরিবারকে সরণ করে পৃথিমপাশার সাহা হুসাইন ইমাম বাড়ায়, মজলিস মাত্তাম ও জারি করা হবে প্রতিদিন।
এই সাহা হুসেইন ইমাম বাড়া পরিচালনা করেন গোলাম হোসেন ও আলী মাসুম।
এবংমহরমের দশম দিন হলো আশুরা।এই দিন শিয়া মুসলিমরা কালো পোশাক পড়েন এবং শোভাযাত্রা বের করেন। তাঁরা মানুষের কাছে ইমাম হুসেনের বার্তা পৌঁছে দেন।
শিয়া মুসলিমরা কারবালায় হজরত ইমাম হুসেন ইবনে আলীর মৃত্যুর ঘটনা স্মরণ করে শোকপালন করেন। কারবালা ইরাকের একটি পবিত্র তীর্থক্ষেত্র। হুসেন ইবনে আলী ইয়াজিদের সেনার বিরুদ্ধে শেষপর্যন্ত লড়াই করেন। আশুরার দিনে তাঁর মৃত্যু হয়। সে কথা স্মরণ করেই শিয়া মুসলিমরা শোকপালন করে থাকেন।
সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, বাহরাইন, ওমান, কাতার সহ সারা বিশ্বের মুসলিমরা নতুন বছর পালন করতে তৈরি। গতকাল থেকে নতুন বছর শুরু হয়,।
Leave a Reply