1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
কুষ্টিয়া জেলার পৌরনির্বাচন নৌর্কার জয় পেয়েছে ৩টিতে জাসদের মশাল ১টিতে বিজয়ী - dainikbijoyerbani.com
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন
ad

কুষ্টিয়া জেলার পৌরনির্বাচন নৌর্কার জয় পেয়েছে ৩টিতে জাসদের মশাল ১টিতে বিজয়ী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৫১০ Time View

কুষ্টিয়া জেলার পৌরনির্বাচন নৌর্কার জয় পেয়েছে ৩টিতে জাসদের মশাল ১টিতে বিজয়ী

প্রকাশিতঃ১৬/০১/২১ইং

জেলা প্রতিনিধিঃ
দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার চারটি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল আটটায় শুরু হওয়া এ ভোট একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত। এর মধ্যে ১টি পৌরসভায় ইভিএম ও ৩টিতে ব্যালটে নেয়া হচ্ছে ভোট।

বিতর্ক এড়াতে আজ ভোটের দিন ভোরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট। জেলার কুমারখালী পৌরসভাতেই ইভিএমে ভোট গ্রহণ চলছে। আর বাকি তিনটি পৌরসভা অর্থাৎ কুষ্টিয়া, ভেড়ামারা ও মিরপুর পৌরসভায় ব্যালটে নেয়া হচ্ছে ভোট।

জেলার চারটি পৌরসভায় বিভিন্ন দলের মোট ১২ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোট কেন্দ্র গুলো ঘুরে দেখা গেছে সকাল থেকেই ভোটাররা সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এদিকে ভোট কেন্দ্র গুলোতে নিরাপত্তা ব্যবস্থা ছিলো চোখে পড়ার মতো।
জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, জেলার ৪টি পৌরসভায় ৯০টি কেন্দ্রে সর্বমোট ২,০২,৪৮৭ জন ভোটার।

কুষ্টিয়া পৌরসভা-মোট কেন্দ্র : ৬২টি মোট ভোটার সংখ্যা: ১,৪৬,৪২৩ জন।কুষ্টিয়া বিপুল ভোটে জয়ী হয়েছে পৌর পিতা আনোয়ার আলী”কুষ্টিয়া পৌরসভা নির্বাচন”
নৌকা-৬৬০৫২
ধানের শীষ-১৪৬১৩
নৌকা বিজয়ী-৫১৪৩৯ ভোটে

মিরপুর পৌরসভা- মোট কেন্দ্র : ১০ টি মোট ভোটার সংখ্যা: ১৭,৬৬৯ জন। জয়ী হয়েছে হাজী এনামুল হক নৌকার প্রতীক নিয়ে ভোট পেয়েছে ১০৪৬৮,তার নিকটতম ধানের শীষ পেয়েছে ১৬৭৪।

ভেড়ামারা পৌরসভা-মোট কেন্দ্র : ৯টি মোট ভোটার সংখ্যা : ১৯,৪০৫ জন।জয়ী হয়েছে মশাল মার্কা আনোয়ারুল কবির টুটুল পেয়েছে ৮০২৯ভোট। নিকটতম নৌর্কা পেয়েছে ৫৬১৫ ভোট

কুমারখালী পৌরসভা-মোট কেন্দ্র: ৯টি মোট ভোটার সংখ্যা: ১৮,৯৯০ জন। জয় পেয়েছে সামছুজ্জামান অরুন নৌকা প্রতীক নিয়ে পেয়েছে ১০১১০ভোট, নিকটতম ধানের শীষ পেয়েছে ২০৮৬

কুষ্টিয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু আনছার বলেন, কুমারখালীতে ৯টি কেন্দ্রে মোট ৭২টি ইভিএম মেশিন দেওয়া হয়েছে। বাকি গুলোতে ব্যালটে নেয়া হয়েছে।

ভোটারদের নিরাপত্ত্বায় কেন্দ্র গুলোতে আনসার ও পুলিশের অবস্থানের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, র‌্যাব ও বিজিবি কেন্দ্রের বাইরে টহল দিচ্ছে।
ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে কয়েকটি মোবাইল টিম কাজ করেছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি