কোভিট 19 /মহামারী সময়ে বাংলাদেশের, ইউনিয়ন পরিষদ মাধ্যমে এাণ বিতরনে জালিয়াতি।
নিজস্ব প্রতিবেদনঃ ৭নং পাজীয়া ইউনিয়ন, ৮নং ওয়ার্ড মেম্বার আঃ হালিম অনিয়মের মাধ্যমে ত্রাণ বিতরন করেন।
জানাযায় তখন টেক অফিসার ও সু যোগ্য শফিকুল ইসলাম মুকুল চেয়ারম্যান ,উক্ত ইউনিয়নের আনসার কমান্ডার আল আমিন কে, ত্রাণ অনিয়ম হইছে কিনা, দেখতে দায়িত্ব দেন।
তিনি দুর্নীতি দেখবাল করতে যাওয়ার কারনে, আঃ হালিম মেম্বার ক্ষিপ্ত হয়ে আল আমিন কে বকা সহ শারীরিক নির্যাতন করেন
স্থানীয় বাজারে,জনসম্মুখে তার গায়ের জামা ছিড়ে ফেলে, উক্ত বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নিকট?অভিযোগ করেন।
আল আমিন অভিযোগ টির, বিষয়টি নিয়ে স্থানীয় সমবায় কর্মকর্তা নিকট তদন্ত দেন, তদন্তে দুর্নীতির অভিযোগ সত্য প্রমাণিত হয়।
উক্ত তদন্তের প্রতিবেদন টি সু যোগ্য নির্বাহী অফিসার কেশবপুর থানায়, আইনের যথাযথ ব্যাবস্তা নেওয়ার জন্য পেরন করেন, কিন্তু আইনের যথাযথ ব্যাবস্তা না নেওয়ার কারনে, বাদী আল আমিন ন্যায় বিচার পাচ্ছেন না।
আল আমিন আরো জানান আমাকে ও আমার বাড়ীর পরিবারের পরিজনদের খুন করে লাশ গুম করিবে,এই বলে আমাদেরকে বার বার হুমকি দেওয়া হচ্ছে।
আইনের যথাযথ ব্যাবস্তা নেওয়া একান্ত প্রয়োজন,আমি আইনের কাছে যথাযথ ব্যাবস্থা নিতে বিনীত অনুরোধ জানাচ্ছি।
Leave a Reply