জাকির হোসেন সুমন সিলেট ব্যুরোঃ
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-র দিকনির্দেশনায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ সহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থেকে ৩৬ বোতল অফিসার চয়েস মদ ও ৩ বোতল বিয়ার উদ্ধার করা হয়।
আজ শুক্রবার (৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে উপজেলার টুকেরগাঁও গাউছিয়া মার্কেটের পিছন থেকে ইসলামপুর গ্রামের মৃত শুকুর আলীর পুত্র মাদক ব্যবসায়ী আহাদ আহমদ (৩১) কে গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হয়।
অন্যদিকে রাত ১টায় ভোলাগঞ্জ আদর্শ গুচ্ছগ্রাম থেকে ইকবাল আহমদ (২০) কে ৩ বোতল ভারতীয় বিয়ারসহ গ্রেপ্তার করা হয়। ইকবাল আহমদ ভোলাগঞ্জ আদর্শ গুচ্ছগ্রামের আফতাব আলীর ছেলে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান,নিয়মিত মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় মাদক সহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।
Leave a Reply