খুলনায় জমজমাট ঈদের বাজার,স্বাস্থ্যবিধির বালাই নেই।
স্টাফ রিপোর্টার :
ঈদের কেনাকাটায় জমে উঠেছে খুলনার বড়বাজার। বাজারে কোথাও পা ফেলার জায়গা নেই।গাদাগাদি -ঠাসাঠাসি করে ধমছে চলছে কেনাকাটা। বৃহস্পতিবার সকাল থেকেই বড়বাজারে এই চিত্র দেখা গেছে।প্রায় সকলেই মাক্স ব্যবহার করলেও সামাজিক দুরুত্ব ক্রেতা ও বিক্রেতা কারো মধ্যে দেখা যায়নি।
বাজারের কয়েকটি শপিংমহল, কাপড়ের দোকান, জুতার দোকান,কসমেটিক্স দোকান এমনকি মুদি বাজারের চিত্রও ছিলো একি রকম।ক্রেতাদের ভাবখানা এমনি ছিলো যেনো কালকেই ঈদ।তবে বাজারে পুরুষ ক্রেতাদের থেকে মহিলা ক্রেতাদের সংখ্যা খুবি বেশি।ছোট শিশুদের নিয়ে ভীড়ের মাঝে গাদাগাদি করে ঈদের পোশাক কিনতে দেখা গেছে।এ সময় শিশুসহ বেশ কিছু ক্রেতাদের মুখে মাক্স ছিলো না।ক্রেতা বিক্রেতা কারোরই ৩ ফুট দুরুত্ব দেখা যায়নি।
Leave a Reply