গোয়াইনঘাট রধানগর রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন।
কামরুল ইসলাম গোয়াইনঘাট প্রতিনিধিঃ
আজ শুক্রবার (২১ মে) বিকাল ৪টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে রাধানগর রাস্তার প্রবেশ মুখে রাস্তা রাত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোশারফ হোসেন মাছুম, ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি দুলাল আহমদ, সহ সভাপতি ডালিম আহমদ, রেজয়ান করীম, যুবলীগ নেতা কামরান, সালেহ আহমদ, ছাত্রলীগ নেতা রুবেল আহমদয, জাবেদ, ফয়সল, ফেরদৌস, জাহাঙ্গীর, শাওন, হুসেন আহমদ, নাহিদ, শুভ, রুহুল মন্জীলসহ আরও অনেকে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অটোরিক্সা শ্রমিক সমিতির সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ, ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিক সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা ইতিমধ্যে জেনেছি যে গত ২২ এপ্রিল উক্ত রাস্তায় প্রায় ৭.৫০ কোটি টাকার টেন্ডার হয়েছে। পাশাপাশি ৪ কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজের টেন্ডার হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের প্রিয় নেতা প্রবাসী ও বৈদেশিক কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এমপিকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানকে।
তিনি আরও বলেন, যেহেতু টেন্ডার একটি দীর্ঘ সময়ের পক্রিয়া, তাই আমাদের দাবি খুব অল্প সময়ের মধ্যে সংস্কারের মাধ্যমে রাস্তাটি যাতে চলাচলের উপযোগী করে দেওয়া হোক।
উল্লেখ্য, গতবছর রাস্তাটিতে এলজিইডি’র আওতায় প্রায় ১০ লক্ষ টাকার মেরামতের কাজ করা হয় কিন্তু চার চারবারের বন্যায় রাস্তাটির এমন বেহাল দশা হয়েছে যে সর্বত্র শুধু কাদা আর কাদা। পাকার কোনো চিহ্নই বিদ্যমান নেই। এক কথায় জনদুর্ভোগ একবারে চরমে পৌঁছে গেছে।
Leave a Reply