ঘূর্ণিঝড়ের তান্ডবতা রুখতে প্রস্তুতি নিতে হবে- মোংলায় হাবিবুন নাহার
বাগেরহাট প্রতিনিধিঃ
দুর্যোগ থেকে বাঁচায় সুন্দরবন। দুর্যোগ থেকে রক্ষা পেতে সুন্দরবন ছাড়া আর কিছু নেই। আমাদের এলাকার মানুষ সচেতন আছে। তারপরেও দুর্যোগের প্রকারভেদে প্রস্তুতি সব সময় নিয়ে রাখতে হবে। দুর্যোগ মোকাবেলার অভিজ্ঞতা বাংলাদেশের আছে। এখন সকলের নজর ঘূর্ণিঝড়ের দিকে রাখতে হবে, যাতে ঝড়ের তান্ডবতা থেকে রক্ষা পেতে পারি এবং সকলে যেন ভালো থাকতে পারি। ২৫ মে মঙ্গলবার সকালে মোংলা উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে প্রবল ঘূর্ণিঝড় ”ইয়াস” মোকাবেলার লক্ষ্যে অনুষ্ঠিত উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।
মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। সভায় ঘূর্ণিঝড় মোকাবেলায় মোংলা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সার্বিক প্রস্তুতি তুলে ধরেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, সহকারি কমিশনার ( ভূমি ) নয়ন কুমার রাজবংশী, থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল কুদ্দুস, উপজেলা শিক্ষা অফিসার সুমন্ত পোদ্দার প্রমূখ। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় ঘূর্ণিঝড় ”ইয়াস” মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নাম্বার ০১৯১৫৫৩৫৫৭৮ ্ও ০১৭৩৬৩৩০১৫০। এছাড়া পানি, শুকনা খাবার, মোমবাতি ম্যাচ ইত্যাদি মজুদ রাখা হয়েছে। আশ্রয় কেন্দ্র সমুহ জীবাণুনাশক স্প্রে করা এবং কেন্দ্র খুলে রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। সভায় আরো জানানো হয় আশ্রয় কেন্দ্র সমুহের ল্যাট্টিন, নলকূপ, ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ব্যবহার উপযোগী, সিপিপি, রেডক্রিসেন্ট, স্কাউট, আনসার ভিডিপি, যুব উন্নয়ন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সক্রিয় এবং প্রস্তুত রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। সভায় অবস্থার পরিপ্রেক্ষিতে আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ সঠিক তথ্য সংগ্রহ করে বিভিন্ন মসজিদ এবং ধর্মীয় উপসানালয়ের মাইকে প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা পোর্ট পৌরসভা এবং কোস্ট গার্ডের পক্ষ থেকেও ঘূর্ণিঝড় ”ইয়াস” মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের খবর জানা গেছে।
Leave a Reply