মোঃ-আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,চুয়াডাঙ্গা : দামুড়হুদায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।বঙ্গবন্ধুর দর্শণ-সমবায়ে উন্নয়ন, এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে আজ ৭ নভেম্বর শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা অডিটরিয়ামে উপজেলা সমবায় অফিসের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মহিউদ্দিনের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম।
মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন।
আরো উপস্থিত ছিলেন ,দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন,
হাউলী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু।
সমবায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন, একতা হেয়ার প্রসেসিং ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সহিদুজ্জামান সহিদ,
দর্শনা রূপসী বাংলা সোসাইটির সভাপতি সাংবাদিক হারুন রাজু,
রবি সোসাইটির সভাপতি আলী আজগর সোনা, অধিকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আজিজুল হক।
হরিরামপুর সেবা সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম, দামুড়হুদা ইউসিসিএ লিমিটেডের সভাপতি ওসমান গনি,
ভরসা বহুমুখি সমবায় সমিতির সদস্য আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার হারুন-অর-রশিদ। সভায় সমবায়ের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি আলি মুনছুর বাবু।
আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জণকারী কুড়ুলগাছি আদর্শ সমবায় সমিতি, চন্ডিপুর-কুড়ুলগাছি-ধান্যঘরা মৎস্যজীবী সমবায় সমিতি, হরিরামপুর সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, ভরসা বহুমুখি সমবায় সমিতি এবং একতা হেয়ার প্রসেসিং ব্যবসায়ী সমবায় সমিতি এই ৫টি সমবায় সমিতির সভাপতির হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক তত্তাবধানে ছিলেন সহকারী পরিদর্শক নূর ইসলাম, শামিমা নাসরিন, অফিস সহকারী মিরাজুল ইসলাম ও অফিস সহায়ক আক্তার হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply