এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরেরবিরামপুরে একদিনের টানা বৃষ্টিতে আবাদি আলুর জমিতে ব্যাপক পানি জমেছে। এই জমে থাকা পানির কারণে আলুর ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
আর কিছু দিন পরেই আলু তোলার সময়, এরইমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির কারণে আলুর জমি এখন পানির নিচে। এ অবস্থায় যদি ৩-৪ দিন থাকে, তা হলে আলু নষ্ট হতে পারে।
আলুচাষি মনসুর জানান, হঠাৎ বৃষ্টিতে আলু জমিতে পানি জমেছে। জমিয়ে থাকা পানিগুলো সেচ দেওয়া হচ্ছে। পানি জমি থেকে সরে গেলে আলুর ক্ষতির সম্ভাবনা কম থাকবে৷ পুনরায় বৃষ্টি হলে আলু পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হতে পারে। তবে রোববার অথবা সোমবার থেকে টানা রোদ দেখা দেয় তাহলে আলু কিছুটা রক্ষা পেতে পারে।
বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল জানান, এবার আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা এক হাজার ৬৫o হেক্টর জমিতে। চলতি শীত মৌসুমে আলুর চাষাবাদ হয়েছে এক হাজার ৭০৫ হেক্টর জমিতে।
কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।