এমএ রহিম স্টাফ রিপোর্টার সিলেটঃ
সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করে ঈদের ৪র্থ দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে ঢল নামে বিভিন্ন এলাকা থেকে আগত পর্যটকদের। সরকারি নির্দেশনা অনুসারে পর্যটন কেন্দ্র সমুহ বন্ধ থাকলেও শনিবার দুপুর থেকেই পূর্ব জাফলংয়ে জড়ো হতে থাকে হাজারো পর্যটক।
পরে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশের উপস্থিতিতে দিকবেদিক ছুটাছুটি করে পর্যটন কেন্দ্র ত্যাগ করেন তারা।
দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, নির্দেশনা অমান্য করে দর্শনার্থীরা জাফলং জিরো পয়েন্টের ভারতের সীমানা এলাকার ভিতরে প্রবেশ করছিলেন,এছাড়াও মুখে মাস্ক ছাড়া ও স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করেই এখানে জড়ো হলে আমারা তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছি।
এদিকে মাত্র একদিনের ব্যবধানে গোয়াইনঘাটের বিছনাকান্দি ও জাফলং থেকে তিন পর্যটকের লাশ উদ্ধার করা হয়। ঈদের পর দিন বিছনাকান্দি ও জাফলংয়ে বেড়াতে তারা নিখোঁজ হন। পরে শুক্রবার বিছনাকান্দি থেকে দুই যু্বকের লাশ উদ্ধার করা হয়। এছাড়াও শনিবার দুপুরে জাফলং পিয়াইন নদী থেকে নিখোঁজ অপর যুবকের লাশ উদ্ধার করা হয় বলে জানা গেছে।
Leave a Reply