জামালপুরে সংবাদ সম্মেলন করলেন বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম প্রামাণিক,,,,,
সংবা্দ সম্মেলনে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন,গত ২৭ এপ্রিল বুধবার ছাগল নিয়ে সংঘর্ষে যখন উভয়পক্ষ মারমুখী অবস্থান নেয় আমিই তখন পুলিশকে ফোন করে বিষয়টি জানাই এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। বৃহস্পতিবারেও সংঘর্ষের ঘটনাটি আমিই ফোনে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাই। তাছাড়া ঘটনার দিন আমি এলাকায়ও ছিলাম না এবং নিহত আবুল কাশেমের সাথে আমার কোন বিরোধও নেই। আমি নিজেই নিহত দুলাল হত্যার বিচার চাই। অথচ অন্যায়ভাবে সেই মামলায় আমাকে আসামী করা হয়েছে। পূর্ব পরিকল্পিত ও পারিবারিক এবং রাজনৈতিক ভাবে আমাকে হত্যা মামলায় ফাসাঁনো হয়েছে। এলাকার সকল মানুষ জানে আমি এই ঘটনার সাথে কোনভাবে জরিত না। আমি আশাকরি পুলিশ নিরপরাধ কাউকে হয়রানি করবে না এবং সত্যটা উদঘাটন করবে।
Leave a Reply