জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার, জেলার জুড়ী উপজেলার, বেলাগাঁও গ্রামের বাসিন্দা, মোছাঃ নাজমা বেগমের বাড়িতে এই ঘটনাটি ঘটে৷
গত ২২/৬/২০২১ অনুমানিক সকালে ৭টায় মৌলভীবাজার জেলায় জুড়ী উপজেলার সং পশ্চিম বোলগাঁও গ্রামের বাসিন্দা মোছাঃ নাজমা বেগম (৫৩) স্বামী মোঃ তারা মিয়া (৫৫) নাজমা বেগম বলেন, আমার মেয়ের কানে সোনা ছিল কোথায় পড়ে গেছে তা বলতে পারব না৷ আমার স্বামী কে আহত করেন ও একটি হাঁস মেরে ফেলা হয়৷
অসহায় মহিলা নাজমা বেগম এলাকাবাসীর কে বলেন আমার গরুর বাচ্চা ছোট একটি গাছ খেয়ে ফেলেছে সেটা আমরা দেখি নাই৷ পরে তারা হামলা চালায় আমি এলাকার বাসির কাছে বিচার দেওয়ার জন্য যাই
এলাকাবাসী জানান, আব্দুল সুবহান, আরব আলী, আব্দুল হাসেম, ইসমাইল আলী,মন্তাজ আলী, ফিরোজ আলী, হেলাল মিয়া, আমাদের কাছে ভদ্রমহিলা অসহায় বিচার দেওয়ার জন্য আসেন৷ বিবাদী মুক্তিযোদ্ধার সজল সাহেবকে আমরা খবর পাঠায় আসার জন্য কিন্তু আমাদের কথা না শোনে জুড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন
Leave a Reply