মোঃ জাকির হোসেন জুড়ী মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী নতুন থানা সুভা বর্ধনে জননী নার্সারির পরিচালক ও আনসার ভিডিপি ওয়ার্ড দলনেতা মো. আল আমিন -কে শুভেচ্ছা স্মারক তুলে দিয়েছেন জুড়ি থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্ত্তী।
শনিবার (১৬) অক্টোবর সন্ধায় জুড়ি থানায় গিয়ে আল-আমিন এই শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন সঞ্জয় চক্রবর্ত্তী হাত থেকে।
জুড়ি থানার বাগান কে এক আধুনিক ভাবে গাছ লাগিয়ে ও ডিজাইন করে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আল-আমিন।
গত ৪ নভেম্বর ২০২০ সালে কাজ শুরু করেছিলেন তিনি। গাছহীন জায়গায় এখন শোভা পাচ্ছে সবুজ প্রকৃতি। নানা গাছ গাছালিতে ও বিভিন্ন ধরনের পাতা সুন্দরী ও ফুলের চারা রুপন করে জুড়ী থানা গাছে গাছে ফলে ফুলে ভরপুর করে তুলেছেন, চারা রোপণের এক বছর পরে গাছ গুলো সবুজ পাতায় বাহারি কালারের ফুলে ফুটে উটেছে।
গত ৯ নভেম্বর ২০২১ তারিখে এই থানার শুভ উদ্বোধন করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সাথে ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন। থানা উদ্বোধনে আসা সবার কাছেই নতুন লাগানো গাছ গাছালী ভালো লাগে।
এই ভালো লাগা থেকেই জুড়ি থানার পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন জননী নার্সারির পরিচালক ও আনসার ভিডিপি ওয়ার্ড দলনেতা আল আমিন কে।
এর আগে আলামিন এর আগেও অসংখ্য জায়গা থেকে পুরস্কার পেয়েছেন।
আল-আমিন বলেন, শ্রীমঙ্গল বাসী ও আনসার ভিডিপি সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতায় পুরস্কার অর্জন করেছি, সেজন্য আমি সকলের নিকট দোয়া প্রার্থী।
আজ শ্রীমঙ্গলবাসী ও বাংলাদেশ আনসারের মহাপরিচালক বিভাগীয় রেঞ্জ পরিচালক জেলা কমান্ডার উপজেলা নিকট চির কৃতজ্ঞ।
Leave a Reply