বদরুল হাসান – জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃত্তিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপমনী দেবী, জৈন্তাপুর মডেল থানা, জৈন্তাপুর প্রেসক্লাব, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ৷
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে বিশাল র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা প্রাঙ্গনে এসে মিলিত হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, আব্দুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, আ.লীগ নেতা সহকারি অধ্যাপক শাহেদ আহমদ, হানিফ মোহাম্মদ, সিরাজুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, মো. জাকারিয়া, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ কুতুব উদ্দীন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক বদরুল হাসান, নিজপাট ইউপি আ.লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক রেজওয়ান করিম সাব্বির অর্থ সম্পাদক শাহজাহান কবির খাঁন, প্রমুখ।
Leave a Reply