জৈন্তাপুর মডেল থানার অভিযানে ১৯১৩৮ পিচ ভারতীয় বিস্কুট আটক।
হাসান বদরুল – জৈন্তাপুর প্রতিনিধি
অদ্য ২৫/০৬/২১ ইং শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে আমদানী নিষিদ্ধ ভারতীয় ১৯১৩৮ পিচ বিস্কুট আটক করা হয়। শুল্ক কর ফাকি দিয়া ভারতীয় আমদানী নিষিদ্ধ বিস্কুট অবৈধ ভাবে বাংলাদেশে আনার সময় জৈন্তাপুর মডেল পুলিশ সকাল বেলায় অভিযান পরিচালনা করে। জৈন্তাপুর মডেল থানার সম্মুখ থেকে জাফলং হইতে সিলেট যাওয়ার পথে একটি সিএনজি থেকে এসব মালামাল আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী (১) চাদপুর জেলার সোহাগ মিয়া ৩৫ বর্তমান সিলেটে বসবাস করে, (২) আবু ছালেক (৩০) বাড়ী ছাতক সিএনজি সহ তাদের কে আটক করা হয়। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর এর দিকনির্দেশনায় এ অভিযানে নেতৃত্ব দেন এসআই শফিকুর রহমান ও সঙ্গীয় ফোর্স।
উক্ত ঘটনায় থানা পুলিশ বাদী হইয়া মামলা দাযের করে।
এ বিষয়ে জানতে জানতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর এর সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান বহুদিন থেকে একটি চোরাকারবারি চক্র শুল্ক কর ফাকি দিয়ে পাশ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে বিস্কুট বিড়ি সহ বিভিন্ন জিনিস আমদানী করছে,, এসব চোরাকারবারিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে.
Leave a Reply