আসিফ জাহান
বিশেষ প্রতিনিধি কুলাউড়া
কঠোর লকডাউনের ৬ষ্ট দিনে কুলাউড়ার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কঠোর অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কুলাউড়া শহর সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান পরিলক্ষিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতায় এসব যায়গায় অধিকাংশ দোকানপাট বন্ধ ছিলো৷ কোন গণপরিবহন চোখে পড়েনি৷ কেউ কেউ ব্যক্তিগত পরিবহনে আবার কেউ কেউ পায়ে হেঁটে নিজের কাজে বের হয়েছেন। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট ছিলো চোখে পড়ার মত। যারাই ব্যক্তিগত পরিবহনে বা পায়ে হেঁটে বের হয়েছেন তাদের সবাইকেই কৈফিয়ত দিতে হয়েছে পুলিশের চেকপোস্টে।
কিন্তু, গ্রামাঞ্চলে দেখা গেছে ভিন্ন চিত্র। গ্রামাঞ্চলের ছোট ছোট চা দোকান এবং মুদি দোকানে বসে চা, পান খেতে খেতে গল্প করতে দেখা গেছে সাধারণ লোকজনকে । গ্রামাঞ্চলের ছোট হোটেল খোলা রয়েছে ৷ অনেক রাত পর্যন্ত গ্রামের বাজারে জনসাধারণেকে দেখা যাচ্ছে । মাস্ক ছাড়াও ঘুরতে দেখা গেছে অনেককে ৷ আইন শৃঙ্খলা বাহিনী দেখলে লুকিয়ে যায় , দোকান বন্ধ করে দেয় সবাই দোকানের ভিতরে চুপ করে বসে থাকে । আইন শৃঙ্খলা বাহিনী চলে গেলে আবার সেই আগের মতো।
এই ধোকা,আপনি পুলিশকে নয় নিজেকে,নিজের পরিবারকে, নিজের দেশকে দিচ্ছেন। লুকুচুরি বন্ধ করুন, সচেতন হউন, ঘরে থাকুন,নিরাপদ থাকুন,বিনা প্রয়োজনে ঘুরাঘুরি বন্ধ করুন।
Leave a Reply