মোঃ জাকারিয়।
বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ জেলা,
অদ্য ২১/১২/২০২১ ইং তারিখে কৈতক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মানবিক চিকিৎসক ডাঃ মোহাম্মদ মোজাহারুল ইসলামের পদোন্নতি জনিত বদলী উপলক্ষে হাসপাতালের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ আবাসিক মেডিকেল অফিসারের কার্যালয়ে এক সম্মাননা বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানের এক মুহূর্তে হাসপাতালের সকল কর্মকর্তা- কর্মচারী দীর্ঘদিন পর তাদের প্রিয় স্যারকে পেয়ে আবেগে আপ্লূত হয়ে কান্নায় ভেঙে পড়েন।সবাই তাদের প্রিয় স্যারের শুভকামনা এবং মঙ্গল কামনা করেন।উল্লেখ্য যে ডাঃমোহাম্মদ মোজাহারুল ইসলাম দক্ষিণ সুনামগঞ্জ এবং ছাতক উপজেলার জনসাধারণের মাঝে সবচেয়ে জনপ্রিয় চিকিৎসক।তিনি উক্ত এলাকায় গরীবের চিকিৎসক নামে খ্যাত ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈতক হাসপাতালের সাবেক ইনচার্জ ডাঃ আব্দুর রব ভুইয়া,বর্তমান ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইদুর রহমান, ডাঃআবু তোহা সোহেল, ডাঃ মহিউদ্দিন আহমেদ নাজমুল, সিনিয়র স্টাফ নার্স আয়শা বেগম, সিনিয়র স্টাফ নার্স স্বপ্না বেগম, সিনিয়র স্টাফ নার্স লাভলী বেগম,স্যাকমো সত্যজিৎ কুমার নাথ, অফিস সহকারী সঞ্চয় কুমার দাস, এমএলএসএস জুলেখা বেগম, ওয়ার্ড বয় মোঃ আজেফর আলী ,মোঃ মাসুক মিয়া,লোকমান হোসেন ,হাসান আহমদ, আয়া জোসনা বেগম, রাসেন্দ্র দস্তিদার, আলমগীর কবির,শান্তা,আকামত আলী।
Leave a Reply