নুরল আমিন বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে বাসের নিচে পিষ্ট হয়েছে একটি মোটরসাইকেল। প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী। এ ঘটনায় আটক করা হয়েছে ওই বাসের চালককে।
ডোমার-নীলফামারী সড়কের কারেঙ্গাতলী এলাকায় বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে এই দুর্ঘটনা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, প্রত্যাশা পরিবহনের বাসটি ঢাকা থেকে ডোমারের দিকে যাচ্ছিল। কারেঙ্গাতলী এলাকায় পৌঁছালে এটি বিপরীত দিক থেকে যাওয়া একটি মোটরসাইকেলকে চাপা দেয়া। এর দুই আরোহী ছিটকে রাস্তায় পড়লে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আহতরা হলেন বোড়াগাড়ি ইউনিয়নের নওদাবশ এলাকার ফারুখ হোসেন ও ডোমার শহরের ছোট রাউতা এলাকার বকুল উদ্দিন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডোমার অফিসের দলনেতা জয়নুল আবেদীন জানান, তারা গিয়ে বাস ও মোটরসাইকেলটি রাস্তা থেকে সরিয়ে নেন। আহতদের মধ্যে একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি সাইফুল ইসলাম জানান, ওই বাসের চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply