ঢাকাবারের সাবেক সভাপতি গাজী মোঃশাহ্ আলম “ভয়েস অব লইয়ার্স “এর উপদেষ্ঠা নির্বাচিত
নিজেস্ব প্রতিবেদক:যুব আইনজীবীদের বৃহৎ সংগঠন “ভয়েস অব লইয়ার্স”এর সম্মানিত উপদেষ্ঠা নির্বাচিত হলেন দক্ষিণ বাংলার কৃতি সন্তান,সাবেক ঢাকা বারের সাধারন সম্পাদক, সাবেক সফল সভাপতি, সিনিয়র আইনজীবী গাজী মোঃশাহ্ আলম।
গতকাল ভয়েস অব লইয়ার্স এর পক্ষ থেকে গাজী মোঃ শাহ্ আলম সম্মানিত উপদেষ্ঠা নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়,এই সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট এস.ডি দুর্জয়,ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট কাজী নাসরুউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট দেওয়ান আল আমিন শরীফ, জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আইয়ুব আলী,অরগানাইজিং সেক্রেটারি অ্যাডভোকেট হাফিজ আল মামুন,অরগানাইজিং সেক্রেটারি অ্যাডভোকেট মাইনুল,মেম্বার অর্পা,রিক্তা উপস্হিত ছিলেন।
এইসময় গাজী মোঃ শাহ্ আলম ভয়েস অব লইয়ার্স এর সকল নেতাদের ধন্যবাদ জানান তাহাকে সম্মানিত উপদেষ্ঠা নির্বাচিত করায় এবং সংগঠনের সফলতা কামনা করেন।২৫/০৬/২০২১
Leave a Reply