তালতলীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যকে সংবর্ধনা।
মোঃ লিমন গাজী
বরগুনা জেলা প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে। তালতলী উপজেলা প্রশাসন
রবিবার (২৬শে মার্চ) বিকাল ৪টায় উপজেলা পরিষদের পায়রা হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যসহ মোট.৫৯ জনকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকল বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা’র সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবির,
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবির,
ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা
বলেন, ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। তাদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। আজ উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা, উপস্থিত আছেন মুক্তিযোদ্ধাদের পবিত্র রক্তের উত্তরাধিকারী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। আমাদের সবাই মিলে দেশটা গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সবাই যেমন যুদ্ধে গিয়েছিল ঠিক তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে এ দেশকে, সবার জন্য গড়ে তুলবো।
এ সময় বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধকালীন ঘটনা ও স্মৃতি তুলে ধরে বলেন, আমরা মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে আছি সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গে চলবো। আমরা সবসময় দেশের বিজয়ের কথা বলবো। আমরা যখন মুক্তিযুদ্ধ শুরু করেছি তখন আমাদের কাছে হাতিয়ার ছিল না। একটি জিনিস ছিল, একটি স্লোগান ছিল-জয় বাংলা। আমাদের একটি দাবি ছিল, জয় বাংলাকে জাতীয় স্লোগানে পরিণত করা হোক। আজকে সেটা জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। সেজন্য প্রধানমন্ত্রীকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা তার (প্রধানমন্ত্রী) কাছে সবকিছুতেই ঋণী। এখনো পাকিস্তানি প্রেতাত্মারা বাংলাদেশের ভালো চায়না। তাই আমাদের সকলকে সেই বিষয় সজাগ থাকতে হবে।
Leave a Reply