মোঃ লিমন গাজী
বরগুনা জেলা প্রতিনিধি।
বরগুনার তালতলীতে ইউপি নির্বাচনে জয়ী না হতে পেরে বিজয়ী প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় এক গণমাধ্যম কর্মীকে মারধর করে ক্যামেরা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায় ওই ইউপির কিছু সন্ত্রাসী চক্র। এসময়ে ওই সাংবাদিকের কাছে থাকা প্রায় ৪ হাজার টাকার মতো ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।
সরেজমিন গিয়ে জানা গেছে, শিশির ও শ্যামল দেবনাথ কড়ইবাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ছিলেন। নির্বাচনীয় সময় শেষ হলে নির্বাচন কমিশন থেকে শিশির ইউপি সদস্য বিবেচিত হলে শ্যামল দেবনাথের সন্ত্রাসী বাহিনী স্থানীয় জনসাধারণের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে বঙ্গ টিভির ক্যামেরাম্যান পলাশ হালদার আকাঁশের উপরেও অতর্কিত হামলা চালানো হয়।
এ বিষয়ে ইউপি সদস্য শিশিরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এর পূর্বেও আমি দুইবার নির্বাচন করেছি। বর্তমানের নির্বাচন নিয়ে পরপর তিনবার আমি জয়ের মালা গলে পড়েছি। আমি বারবার নির্বাচিত হওয়ায় শ্যামল দেবনাথ আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় স্থানীয় এক সাংবাদিককেও তারা মারধর করেন।
শ্যামল দেবনথের সাথে যোগাযোগের জন্য একাধিক চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায় নি।
তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এখন পর্যন্ত কেউ লেখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply