সিলেট ব্যুরোঃ
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুদেজা খাতুন নামে সত্তোর্ধ এক বৃদ্ধাকে ৫ মিনিটের ব্যবধানে দুই’বার করোনার টিকা পুশ করার অভিযোগ উঠেছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নীচতলার টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে।
খুদেজা খাতুন উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নোয়ানগর গ্রামের বাসিন্দা খেলু মিয়ার স্ত্রী।খুদেজা খাতুন গণমাধ্যমকে জানান, সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে গিয়েছিলাম,এসময় আমার স্বামী সঙ্গে ছিলেন।
প্রথম ডোজ টিকা গ্রহণের পর শরীর দুর্বল লাগছিল।যে কারণে পাশের আরেকটি চেয়ারে গিয়ে বসলাম। কিছু সময় যেতেই হঠাৎ আরেকজন এসে দ্বিতীয়বারের মতো টিকা পুশ করে।
অভিযোগ রয়েছে,দুই’বার টিকা দেওয়ার বিষয়টি একজন নার্সকে জানানো হলে তিনি বিষয়টি কাউকে না বলে তাদেরকে বাড়ি চলে যেতে বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আহমদ শাফী গণমাধ্যমকে জানান, একই ব্যক্তিকে একদিনে দুই’বার টিকা পুশ করার নিয়ম নেই। এমন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
Leave a Reply