সোহেল মিয়া, দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অটোরিকশা ধাক্কায় দুই এসএসসি( দাখিল) পরীক্ষার্থী আহত হয়েছেন। উপজেলার নরসিংপুর ইউপির দ্বীনেরটুক আলিম মাদ্রাসার শিক্ষার্থী তারা।
জানা যায়, বৃহস্পতিবার(১৮ নভেম্বর) মাদ্রাসার পরিক্ষা কেন্দ্র উপজেলার বাংলাবাজার ইউপির কলাউড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা হতে হাদিস শরিফ বিষয়ে পরিক্ষা দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে নরসিংপুর ইউপির শ্রীপুর নামক স্থানে আসলে ব্যাটারি চালিত একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে অলিমা বেগম ও রুনা বেগম নামের দুই পরিক্ষার্থী শরীরের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে শিক্ষার্থী দু’জনকে সিলেট এমএজি উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থী দু’জনকে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।
আহত শিক্ষার্থী দু’জন উপজেলার নরসিংপুর ইউপির চাইরগাঁও গ্রামের বাসিন্দা রহমত আলী’র মেয়ে অলিমা বেগম ও মফিজ আলী’র মেয়ে রুনা বেগম।
এব্যাপারে যোগাযোগ করা হলে দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার আজাদুর রহমান ভূইয়া বলেন, বিষয়টি নিয়ে আমরা খুবি মর্মাহত। দূর্ঘটনার বিষয়টি আমরা জেলা শিক্ষা অফিসারকে অবগত করব।
Leave a Reply