সোহেল মিয়া,দোয়ারাবাজারঃ
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর
ইউনিয়নের চাইরগাঁও বাজার রহিমিয়া কওমিয়া ওয়াক্ফ এষ্টেট মাদ্রাসার ২০২২ সেশন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে মাদ্রাসার মাঠে আয়োজিত এক সভায় এলাকাবাসীর
পত্যক্ষ মতামত ও সমর্থনের ভিত্তিতে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
এতে, নরসিংপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমানকে সভাপতি
,মাষ্টার কামাল উদ্দিন ও মাষ্টার মতক্কিন আলীকে সহ সভাপতি,মাও.জসীম উদ্দিন নোমান সাধারন সম্পাদক,ব্যবসায়ী আঃ মতিন সহ-সাধারণ সম্পাদক,নুরুল ইসলাম (নুরু) কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
কমিটির অন্য সদস্যরা হলেন, ইউপি সদস্য ধন মিয়া, ইউপি সদস্য ইশ্রাঈল আলী,
সোনাপুর গ্রামের মখলিছ আলী,
দ্বীনেরটুক গ্রামের মিজাজ উদ্দিন,
পূর্বচাইরগাঁও গ্রামের বশির মিয়া,আব্দুল হানান, সাংবাদিক সোহেল মিয়া,
চাইরগাঁও গ্রামের আঃকরিম ও ফরিদ খান।
Leave a Reply