আবীর হাসান স্বাধীন কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে আলী হোসেন শেখের ছেলে রাকিবুল শেখ (৩২) ও মহন শেখের ছেলে হোসেন শেখ(২৯) নামের দুই বালু ব্যবসায়ীকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত’রা ভেড়ামারা উপজেলার ফয়জুল্লাপুর গ্রামের।
গত বুধবার বিভিন্ন পত্রিকায় বালু উত্তলন নিয়ে নিউজ প্রাকাশীত হলে উপজেলা প্রশাসনের নজরে আসে বিষয়টি।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফরোজ শাহীন খসরু এ সাজা দেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ শাহীন খসরু জানান, আজ দুপুরে উপজেলার মরিচা ইউপির কোলদিয়াড় এলাকার পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালন হয় । অবৈধ ভাবে বালু উত্তলনের কারনে, বালু মহল ও মাটি রক্ষা আইন ২০১০ এর ১৫ / ১ ধারা অনুসারে , রাকিবুল শেখ ও হোসেন শেখকে জরিমানা করা হয়। তারা দু’জন তাৎক্ষণিকভাবে ১লক্ষ পঞ্চাশ হাজার করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা পরিশোধ করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভার) আফরোজ শাহীন খসরু সাংবাদিকদের বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply