আরাফাত হোসেন হিমেল,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পরিবারের নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এক অসহায় পরিবার৷ উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলসীরামপুর গ্রামের নিজ বাড়ীতে এই সংবাদ সম্মেলন করেন এই অসহায় পরিবার ৷
এই সংবাদ সম্মেলনে উক্ত পরিবারের হর্তাকর্তা মোজাফফর হোসেন জানান, আমার পৈত্রিক সম্পত্তিতে আমি বসতবাড়ি করে আছি, অথচ বিবাদীগন এই সম্পত্তি তাদের বলে দাবি করছে ।
উক্ত বিরোধের জের ধরে গত ২ আগস্ট দুপুর ১টার সময় কিছু সন্ত্রাসী আমার বাড়িতে উপস্থিত হয়ে আমার বাড়ি ভাংচুরসহ আমার উপর অতর্কিত ভাবে জীবননাশের চেষ্টা করলে প্রতিহত করতে গিয়ে আমার হাত ভেঙে যায় এবং পরিবারের অন্যান্য সদস্য জখম হয় ও আমার স্ত্রী মেয়েকে শ্লীলতাহানি করে।
ফলে গত ৮ আগস্ট তারিখে মান্দা থানায় মামলা দায়ের করি যার মামলা নাম্বার ১৮ । মামলা দায়ের এর পর থেকে আসামীরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ায় প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি-ধামকি প্রদান সহ মামলা উঠিয়ে নেওয়ার হুমকি দিয়ে চলেছে।
আমরা হতদরিদ্র মানুষ দিন আনি দিন খায় তাদের সঙ্গে মোকাবেলায় পারবো না ৷ তাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে আমার পরিবারের নিরাপত্তা এবং সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
Leave a Reply