1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
নবাবগঞ্জে ঈদের মধ্যে লকডাউন ভেঙ্গে আশুরার বিল কাটের ব্রীজে হাজারো মানুষের ঢল - dainikbijoyerbani.com
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
ad

নবাবগঞ্জে ঈদের মধ্যে লকডাউন ভেঙ্গে আশুরার বিল কাটের ব্রীজে হাজারো মানুষের ঢল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৬৪ Time View

নবাবগঞ্জে ঈদের মধ্যে লকডাউন ভেঙ্গে আশুরার বিল কাটের ব্রীজে হাজারো মানুষের ঢল

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর নবাবগঞ্জে ঈদে মধ্যে লকডাউন ভেঙ্গে আশুরার বিল পাড়ে কাটের ব্রীজে হাজারো মানুষের সমাগম অবৈধ বাণিজ্যের চিত্র ফুটে ওঠে। জানা যায়,পবিত্র ঈদের দিন থেকে অদ্যবদি পর্যন্ত জেলার নবাবগঞ্জ উপজেলার আশুরার বিল পাড়ে কাটের ব্রীজ প্রদর্শনে হাজারো মানুষের ঢল। নেপত্যে চলমান অবৈধ বানিজ্য। উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউনের মধ্যে জাতীয় উদ্যানে হাজার হাজার দর্শণার্থীদের সমাগম করে স্বাস্থ্য ঝুকিতে ফেলছে স্থানীয় একটি মহল। অবৈধভাবে লক্ষ লক্ষ টাকার বাণিজ্যের চিত্র ফুটে ওঠে বলে জানা যায়। কোভিড ১৯ এর বিস্তার রোধে সারা দেশে যখন পর্যটন কেন্দ্রগুলি বন্ধ রাখা হয়েছে সেখানে জাতীয় উদ্যান আশুড়ার বিলে স্বাস্থ্য বিধি না মেনে ও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে হাজারো মানুষের সমাগম ঘটেছে। চলছে অবৈধ লটারীও। সরেজমিনে গিয়ে দেখা যায় ঈদের দিন থেকে একটানা ১৬ই মে পর্যন্ত সকাল ১০টার পর থেকে মটর সাইকেল,মাইক্রোবাস,অটোটেম্পু প্রাইভেট কার,ভ্যানযোগে আশুড়ার বিলের কাঠের ব্রীজ দেখতে আসতে শুরু করে হাজার হাজার দর্শনার্থী। জনসাধারনের সমাগমে রাস্তাগুলিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেশির ভাগ মানুষের মুখে ছিলনা কোন মাস্ক। স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে গাদাগাদি চলতে দেখা যায় দর্শনার্থীদের। এ দিকে দর্শনার্থীদের আকৃষ্ট করতে আশুড়ার বিলপাড়ে বসানো হয়েছে মনোহারী ও খাবারের দোকান, বিনোদনের জন্য বসানো হয়েছে নাগরদোলা,যানবহন রাখার জন্য বড় মাপের স্থাপন করা হয়েছে। স্থানীয় সাংবাদিক ইয়ামীন সরকার জানান- একটি মহল স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে সেখানে লোক সমাগমের আয়োজন করেছে। প্রত্যেক যানবহন থেকে নেওয়া হচ্ছে ২০ থেকে ১শ টাকা পর্যন্ত এবং প্রতিটি দোকান থেকে আদায় করা হচ্ছে টোল। এতে করে লক্ষ লক্ষ টাকা আয় করেছে ঐ মহলটি। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহজাহান আলী জানান-বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এত লোকের সমাগম করোনার মারাতক ঝুঁকিতে ফেলতে পারে উপজেলা বাসীকে। নবাবগঞ্জ বিট কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম জানান-সরকারি নির্দেশ মোতাবেক নবাবগঞ্জ জাতীয় উদ্যান বন্ধ ঘোষনা করা হয়েছে। প্রতিটি প্রবেশ পথে বাঁশ টাঙ্গানো ছিল যা ভেঙ্গে দর্শনাথীরা প্রবেশ করেছে। বিরামপুর রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান-জাতীয় উদ্যানের প্রবেশ দ্বারগুলি বন্ধ থাকার পরেও জাতীয় উদ্যানের সীমানা বেষ্টনী না থাকায় বিভিন্ন রাস্তা দিয়ে জন সাধারণ জাতীয় উদ্যানে প্রবেশ করেছে। দোকান ও গ্যারেজের বিষয়ে জানতে চাইলে তিনি জানান- একটি মহল বনবিভাগের অনুমতি ব্যতিত সেখানে জোর করে গ্যারেজ ও দোকানের পসরা বসিয়েছে। বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহনের জন্য তিনি তার উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার জানান-জাতীয় উদ্যান বন্ধ রাখার জন্য বনবিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়। এর পরেও আইনের বাধা অমান্য করে জনসাধারণ সেখানে প্রবেশ করছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি