1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
নবীনগরে নবনির্মিত সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের উদ্বোধন । - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
ad

নবীনগরে নবনির্মিত সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের উদ্বোধন ।

এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৫৯ Time View

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ৩১ শয্যার ৩তলা বিশিষ্ট নবনির্মিত সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের এমপি এবাদুল করিম বুলবুল।

এসময় ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যা বিশিষ্ট করার ঘোষণা করেন এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে পুনরায় আওয়ামী সরকার ও নবীনগর থেকে উনার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আজ শনিবার নবনির্মিত ভবনটির উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগরের সাংসদ এবাদুল করিম বুলবুল।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর (সাবেক সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়া) ডাক্তার মো. শাহ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন, নবীনগর সরকারি কলেজের সাবেক জি এস মো. সোহেল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
৩১ জন ডাক্তার ও ২৭ জন নার্স নিয়ে সেবা দেয়ার লক্ষ্যে কাজ করা এ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবায় নতুন করে যোগ হয়েছে মহিলাদের মাতৃত্বকালীন সিজার, চক্ষুসেবা দিতে কমিনিউটি ভিশন সেন্টার, যক্ষা রোগের কফ পরীক্ষা সেন্টার, মায়ের গর্ভে ভ্রুণের ঠিকমতো বেড়ে ওঠার ব্যাপারটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার আল্ট্রাসনোগ্রাফি, হূদরোগের জন্য কার্ডিওলজি বিভাগ, শিশু চিকিৎসার জন্য শিশু বিভাগ, সাধারণ রোগীদের জন্য মেডিসিন বিভাগ ও অত্যাধুনিক জরুরি বিভাগ।

 

উল্লেখ্য ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের ১৯ শয্যা বিশিষ্ট ভবনটি ২০১৪ সালে উদ্বোধন হলেও ৩১ শয্যা বিশিষ্ট ভবনটি ছিল জরাজীর্ণ। এতে করে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছিল ওই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ডাক্তার ও নার্সরা।

 

এছাড়া পুরাতন জরাজীর্ণ ভবনে অত্যাধুনিক যন্ত্রপাতি ও ভবন ঝুঁকিতে থাকায় বেশির ভাগ রোগীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। এসব জটিলতা নিরসনে নবীনগরের বর্তমান এমপি এবাদুল করিম বুলবুল ২০১৯ সালে ৩১ শয্যার ৩তলা বিশিষ্ট ভবনটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। পরে ওই সালের শেষের দিকে সরকারি অর্থায়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ কাজ শুরু হয়ে চলতি বছরের মাঝামাঝি সময়ে এসে তা শেষ হয়।

এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দরা সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাজ তুলে ধরেন।

আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য কালে বলেন আমরা নবীনগর উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এবাদুল করিম বুলবুলকে পুনরায় এমপি হিসেবে দেখতে চাই।

 

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি