আশরাফুল ইসলাম সবুজ
জেলা প্রতিনিধি,নরসিংদী :-
নরসিংদীর রায়পুরায় দরিদ্র জেলের মেয়ে অদম্য মেধাবী ছাত্রী মাসুমা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। মাসুমা আক্তার জানান, নরসিংদী জেলা রায়পুরা উপজেলা দুর্গম চরাঞ্চলের চর মধুয়া ইউনিয়নের ফকির বাড়ির দরিদ্র জেলে রফিউদ্দিনের মেয়ে অদম্য মেধাবী ছাত্রী মাসুমা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট এ ৬৪৪ তম হয়েছে। আমার বাবা একজন জেলে মাছ মেরে আমাদের পরিবার নিয়ে কষ্টে জীবন যাপন করেন। আমার মা-বাবার এত লেখাপড়া করানোর মত তাদের তেমন সামর্থ নাই। আমার জন্ম দাতা মা-বার পর সমস্ত লেখাপড়া চালিয়ে নিতে এবং এই সাফল্যের পিছনে যার অবদান সবচেয়ে বেশি সে হল আমাদের চর মধুয়া ইউনিয়ন পরিষদের মানবিক চেয়ারম্যান, মেঘনা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা, যুমনা ব্যাংক এর ব্যবস্থাপক,সমাজ সেবক শিক্ষানুরাগী আহসান সিকদার। তিনি অষ্টম শ্রেণী থেকে আজ পর্যন্ত আমার পড়াশোনার সমস্ত খরচ বহন করেন। নরসিংদী হোস্টেলে রেখে সরকারী কলেজে পড়ানো এবং ভর্তি কোচিং সহ আমার এস এস সি ও এইচ এস সি তে গোল্ডেন এ প্লাস পেতে আমার সমস্ত পড়াশোনার খরচ যোগিয়েছেন। তিনি পিতা না হয়েও পিতার দায়িত্ব পালন করে সমাজের কাছে অন্য রকম দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহর রহমতে আমার পরিশ্রমে আহসান সিকদার এবং আমার প্রিয় শিক্ষকদের প্রচেষ্টায় এ পর্যন্ত পড়ালেখা চালিয়ে যেতে পেরেছি। তাদের অবদানের কথা কোন দিন ভুলব না। আমি ভবিষৎ তে বিসিএস ক্যাডার হয়ে দেশের মানুষের জন্য ভাল কিছু সেবা দিতে চাই। আগামী দিনে আমার প্রিয় অভিবাবক আহসান সিকদার ও সকল শিক্ষক সহ জন্মদাতা মা-বাবার মুখ উজ্জল করতে পারি দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।
আহসান সিকদার বলেন, আমার এলাকার মেধাবী ছাত্রী মাসুমা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় এ খবর শোনে আমার আনন্দে বুক ভরেগেছে, সে ভবিষতে আরো ভাল ফলাফল বয়ে আনতে পরবে শতভাগ আশাবাদী তার মধ্যে অনেক মেধা ও প্রতিবা রয়েছে। তার জন্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি সব সময় চর মধুয়া ইউনিয়নের টেকস ই উন্নয়নে বিশ্বাসী।আমাদের পরিবার সব সময় এলাকার মানুষের জন্য সমাজ সেবা মুলক কাজে নিয়োজিত ছিলাম, আগামী দিনে আমাদের পরিবারের পক্ষ থেকে দেশ ও সমাজের জন্য সমাজসেবা মুলক আরো কিছু করতে পারি।
Leave a Reply