নরসিংদীর জেলা ও শহর আওয়ামী লীগের উদ্দ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঃ
আশরাফুল ইসলাম সবুজ ঃ
বুধবার (২৩ জুন) সকাল ১১টায় নরসিংদী জেলা আওয়ামীলীগ
কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেন জেলা ও শহর আওয়ামী লীগ। এর আগে সকাল ৬ টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও শ্রদ্ধা নিবেদন এবং সকাল ১০ টায় কেক কাটা এছাড়া সবশেষে গনভোজের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল।
এসময় আরো উপস্থিত ছিলেন জি এম তালেব হোসেন ভারপ্রাপ্ত সভাপতি নরসিংদী জেলা আওয়ামী লীগ, পীরজাদা মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নরসিংদী জেলা আওয়ামী লীগ, নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আমজাদ হোসেন বাচ্চু, প্যানেল মেয়ের পারভেজ খন্দকার ও জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ সহ নরসিংদী জেলা ও শহর আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা।
উক্ত আলোচনা সভায় আওয়ামী লীগের নেতারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সংগঠনপ্রিয়। আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্যে তিনি মন্ত্রীত্ব ছেড়ে দিয়ে দলের সাধারণ সম্পাদক হয়েছেন। দলের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে অভিজ্ঞ করতে বঙ্গবন্ধুর আন্তরিকতা আর সাংগঠনিক তৎপরতা চিরস্মরণীয়, যা আমাদের অনুপ্রাণীত করে তুলে।
আরো বলেন ইসলামের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বর্তমানে পদ্মা সেতুর মতো দ্বিতীয় বৃহৎ প্রকল্প মডেল মসজিদ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অথচ স্বাধীনতাবিরোধী অপশক্তি আল্লাহর আইন চাই বলে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে ইসলামবিরোধী কর্মকাণ্ড করছে। সৎ লোকের শাসন চাই বলে জঙ্গিবাদ কায়েম করেছে। বঙ্গবন্ধুর আহ্বানে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগ আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকের আওয়ামী লীগ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। আর তাই এই ধারা অব্যাহত রাখার জন্য স্বাধীনতাবিরোধী ও ধর্ম ব্যবসায়ীদের অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য-উপাত্ত তুলে ধরতে হবে এবং ষড়যন্ত্র মোকাবিলা করতে ঐক্যবদ্ধভাবে অনলাইন ও মাঠে প্রতিরোধ গড়ে তুলতে হবে।আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
Leave a Reply