সামাউন আলী, সিংড়া (নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি এক সাথে এই শ্লোগান কে সামনে রেখে মাসব্যাপী এই কর্মসূচি শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম ।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা কৃষি হলরুমে
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজার সভাপতিত্বে এবং উপ সহকারী কৃষি অফিসার রেজাউল করিম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এসএম খুরশিদ আলম, উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারন অফিসার হেলেনা আক্তার,
মেডিকেল অফিসার ডাঃ আব্দুল মতিন, কৃষক সুলতান আহমদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ইঁদুর আমাদের জাতীয় শত্রু। ফসলের ক্ষতি করে। নানা রোগ বালাই ছড়ায়। ইঁদুরের কারনে ফসল উৎপাদন কমে যায়। এজন্য ইঁদুর নিধন অভিযান জোরদার করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
Leave a Reply