1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
নানা আয়োজনে নানিয়ারচরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত - dainikbijoyerbani.com
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
ad

নানা আয়োজনে নানিয়ারচরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৫৫৬ Time View

মাহাদী বিন সুলতানঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে দিনব্যাপী আনন্দমূখর বিভিন্ন আনুষ্ঠানের আয়োজন করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন।

বুধবার (১৭ই মার্চ) সকালে স্থানীয় শহিদ মিনারে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তপোধ্বনীর মাধ্যমে দিনটির সুচনা ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়।

সকাল ১০টায় আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ, কেক কেটে বঙ্গবন্ধুর ১০১তম জন্মশতবার্ষিকী পালন, মডেল-শো, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্ণেল গোলাম মাবুদ হাসান (পিএসসি) সহ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির হোসেন ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক ভুঁইয়া প্রমূখ।

এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজ আমরা স্বাধীন একটি দেশ পেতাম না। বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই সাহসী ছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। বক্তারা এসময় মনোমুগ্ধকর ও আনন্দমূখর একটি অনুষ্ঠানের আয়োজন করায় উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।

বক্তব্যে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী বলেন, বঙ্গবন্ধু শুধু জাতির পিতাই নয়, বঙ্গবন্ধু মানে হলো একটি ইতিহাস।

তিনি আরো বলেন পৃথিবীর কোন উপমা দিয়েই বঙ্গবন্ধুকে আখ্যায়িত করা যাবেনা। দেশের প্রত্যেকটি শিশুর মাঝেই যেন বঙ্গবন্ধুর আদর্শ ফুটে ওঠে।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য বাবু ইলিপন চাকমা।

বুধবার সকালে নানিয়ারচর আওয়ামীলীগ লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির প্রতিকৃতিতে দলীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা সভাপতি জনাব আবদুল ওহাব হাওলাদার।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ আগস্টের হত্যাযজ্ঞের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়।

এরপর দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এবং রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব নিখিল কুমার চাকমা।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইলিপন চাকমা,
নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি নারায়ণ সাহা, বাবুল কর্মকার, আব্দুল বারেক, ঘিলাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি পরিতোষ চাকমা, হেডম্যান এসোসিয়েশন সভাপতি সুজিত তালুকদার, সদর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফারুখ মৃধা, উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দর্শণ চাকমা ঝন্টু, রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মামুন ভুঁইয়া, যুবলীগ সভাপতি প্রিয়তোষ দত্ত, সাধারণ সম্পাদক ঝিল্লুল মজুমদার, শ্রমিক লীগ সভাপতি স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক রিপন তালুকদারসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি