1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
পরিচয় পত্র থাকা সত্তে আমরা সাংবাদিক-না রিপোর্টার’না সংবাদ দাতা না প্রেস ক্লাব সদস্য না। - dainikbijoyerbani.com
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
ad

পরিচয় পত্র থাকা সত্তে আমরা সাংবাদিক-না রিপোর্টার’না সংবাদ দাতা না প্রেস ক্লাব সদস্য না।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৮৬ Time View

সিনিয়র সাংবাদিক দৈনিক বিজয়ের বানী প্রত্রিকা

উপদেষ্টা জনাব মোঃ হেলাল চৌধুরী।
আমরা ভুয়া! আমার প্রশ্ন ভুয়া কোন আদালতের রায় ? সাংবাদিক’আর‘রিপোর্টার’শব্দ দুটি নিয়ে অনেকে অনেক কথা বলেন।

কোন পত্রিকায় মফস্বলে বা উপজেলা পর্যায়ে কাজ করলে কেউ কেউ তাকে সাংবাদিক মানতে চান না। তারা বলেন রিপোর্টর-বা-সংবাদদাতা হবে।

তারা সাংবাদিক নয়। সাংবাদিক কেবল তারাই যারা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম পাস করেছেন। ঢাকায় বড় মিডিয়া হাউজে কাজ করেন। বাকী সবাই রিপোর্টার।

আমরা প্রায়ই এধরণের কথা শুনি থাকি কিন্তু
এ বিষয় নিয়ে আমি ঢাকার নামিদামী কয়েকজন সাংবাদিকের মন্তব্য নেওয়ার চেষ্টা করেছি। আবার গুগল ইন্টারনেট থেকেও কিছু তথ্য উপাত্ত খুঁজে বের করার চেষ্টা করেছিতেছি।

এক্ষেত্রে প্রথমেই আমি বলে নিতে চাই,সাংবাদিক বা সংবাদকর্মী হতে গেলে যে কোন বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম পাস করে আসতে হবে তার কোন শর্ত নেই।জার্নালিজম একটি ডিগ্রি মাত্র।
জার্নালিজম পাস করে সাংবাদিকতা পেশায় এসেছে এমন সংখ্যা খুব কম।

বাংলাদেশে বড় বড় টিভি ও পত্রিকা অফিসে কাজ করে তারা প্রত্যেকেই জার্নালিজম করা নয়। তাদের বেশির ভাগই সেখানে স্থান পেয়েছে তার কর্মক্ষেত্রে অভিজ্ঞতার আলোকে।

অর্থাৎ যার যত বেশি অভিজ্ঞতা তার মূল্যায়ন তত বেশি।এই অভিজ্ঞতাটা যে জার্নালিজম পাস করে অর্জন করতে হবে তার কোন শর্ত নেই।

একজন অভিজ্ঞ সাংবাদিক হতে হলে জার্নালিজম পাস করারও কোন প্রয়োজন নেই। তবে হ্যাঁ একজন অভিজ্ঞ সাংবাদিক হতে গেলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে। শিক্ষাগত যোত্যতা না থাকলে কোথাও মূল্যায়ন পাওয়া যায় না।

এনিয়ে আমি দৈনিক সবুজ সিলেটের সম্পাদক তিনি বলেন,যারা রিপোর্টারকে সাংবাদিক মানেননা এটা তাদের ভুল ধারণা। রিপোর্টারও সাংবাদিকতার একটি অংশ।

সাংবাদিকতা একটি সমন্বিত শব্দ এখানে সম্পাদক থেকে শুরু করে বার্তা সম্পাদক,বিভাগীয় সম্পাদক,সাবএডিটর, প্রতিবেদক,প্রতিনিধি,কার্টুনিস্ট,উপস্থাপক, ক্যামেরাম্যান সবই এর অংশ।

অর্থাৎ যিনি সম্পাদক তিনিও সাংবাদিক। আবার যিনি ক্যামেরা চালান তিনিও সাংবাদিক।তবে যিনি কম্পিউটারে সাংবাদিকের লেখা টাইপ করেন তিনি সাংবাদিক নন। একই রকম মন্তব্য দিয়েছেন
আরো অনেক সিনিয়র সাংবাদিকরা।

তবে তিনি যোগ করেন,মফস্বলে যারা কাজ করেন তাদের মধ্যে কেউ কেউ অপসাংবাদিকতার সাথেও যুক্ত। সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে টাউট বাটপারির সাথে জড়িত থাকেন। তাদের কারণে মফস্বলের প্রকৃত সাংবাদিকরা সাংবাদিক হিসেবে মর্যাদা পান না।

বাংলাদেশ প্রেস কাউন্সিল এ্যাক্টেও সাংবাদিকের একই সংজ্ঞা দেয়া আছে। এ কথায় আমরা আসতে পারি,সাংবাদিকতা একটি খুব বিস্তৃত শব্দ। আমরা নিরাপদভাবে বলতে পারি যে সাংবাদিকতা সর্বজনীন শব্দ,রিপোর্টিং এর একটি অধ্যায়। সুতরাং,এই সংজ্ঞা দ্বারা রিপোর্টিং, অবশ্যই অবশ্যই সাংবাদিকতার একটি অংশ। সাধারণত রিপোর্টাররা সংবাদ প্রদান করতে পারে এবং টেলিভিশনের সংবাদ উপস্থাপকও হতে পারে। এটি সম্ভব যে একজন সাংবাদিক একজন রিপোর্টার হিসেবেও কাজ করতে পারে।

উইকিপিডিয়ায় সাংবাদিকের সংজ্ঞা দেওয়া আছে, ‘সাংবাদিকতা হল বিভিন্ন ঘটনাবলী, বিষয়, ধারণা, ও মানুষ সম্পর্কিত প্রতিবেদন তৈরি ও পরিবেশন, যা উক্ত দিনের প্রধান সংবাদ এবং তা সমাজে প্রভাব বিস্তার করে।

এই পেশায় শব্দটি দিয়ে তথ্য সংগ্রহের কৌশল ও সাহিত্যিক উপায় অবলম্বনকে বোঝায়। মুদ্রিত,টেলিভিশন,বেতার,ইন্টারনেট এবং পূর্বে ব্যবহৃত নিউজরিল সংবাদ মাধ্যমের অন্তর্গত।

সিনিয়র সাংবাদিক করিম ভাই একটি ব্যাখ্যা দিয়েছেন সাংবাদিক নিয়ে। তার মতে ‘সাধারণভাবে যিনি সংবাদপত্রের জন্য সংবাদ সংগ্রহ করেন ও লিখেন তাকেই সাংবাদিক বলে অভিহিত করা হয়।

তবে বর্তমান সময়ের আধুনিক সাংবাদিকতার বিশাল পরিসরে সাংবাদিককে নির্দিষ্ট কোনো সংজ্ঞায় বেঁধে দেওয়া কষ্টসাধ্য বিষয়। এখন সংবাদপত্রের ধরনে যেমন পরিবর্তন এসেছে, তেমনি সাংবাদিকদের কাজের পরিধিতেও পরিবর্তন এসেছে।

সাংবাদিকরা জাতির বিবেক শতভাগ সঠিক সংবাদ প্রচারের কোনো বিকল্প নেই।মানুষ ঘটনার সঠিক সংবাদ জানতে চায়। সত্য লুকানোর মধ্যে ঘটনার প্রতিকার হয় না।

সঠিক ও সৎ সাংবাদিকতা সমাজ বদলে দিতে পারে। সংবাদদাতা বা সাংবাদিক (ইংরেজি: Journalist) বিভিন্ন স্থান,ক্ষেত্র,বিষয় ইত্যাদিকে ঘিরে বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ সংগ্রহসহ বিভিন্ন ধরণের তথ্য সংগ্রহপূর্বক সংবাদ কিংবা প্রতিবেদন রচনা করে সংবাদমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রেরণ করে থাকেন এটাই সাংবাদিক বা সংবাদদাতার কর্ম।

একজন প্রতিবেদক তৃণমূল পর্যায় থেকে তথ্যের উৎসমূল অনুসন্ধান করেন,প্রয়োজনে সাক্ষাৎকার পর্ব গ্রহণ করেন, গবেষণায় সংশ্লিষ্ট থাকেন এবং অবশেষে প্রতিবেদন প্রণয়নে অগ্রসর হন।

তথ্যের একীকরণ সাংবাদিকের কাজেরই অংশ, যা কখনো কখনো রিপোর্টিং বা প্রতিবেদন হিসেবে চিহ্নিত হয়ে থাকে।

সাংবাদিক বলেন আর রিপোর্টার বলেন,এরা খবরের সন্ধান করেন,খবরের পেছনে ছোটেন, খবর নির্বাচন করেন,সম্পাদনা করেন, সংশোধন করেন।

সাংবাদিকরা যা করেন, তা হচ্ছে সাংবাদিকতা। সাংবাদিকতা হচ্ছে কাজ। এদের কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা, প্রতিবেদন লেখা এবং সম্পাদনা করা।

সততা একজন সাংবাদিকের সবচেয়ে বড় গুণ। অনেক যোগ্যতা ও দক্ষতা থাকলেও সততার অভাবে সাংবাদিকদের অর্জিত সম্মান ধুলোয় মিশে যেতে পারে।

সাংবাদিকতা যতোটা না পেশা তার চেয়ে অনেক বেশি নেশা,ভালোলাগা। এই নেশাটা হচ্ছে দেশের জন্য,মানুষের জন্য কিছু করার নেশা।

তবে আমার প্রশ্ন সংবাদ দাতা হউক আর রির্পোটার হউক আর সাংবাদিক হউক একই পত্রিকায় কি সংবাদ চাপা হয়না কি ?

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি