পাইকগাছায় গ্রাম পুলিশদের মারপিটের অভিযোগে থানায় মামলা ; আটক -২
খুলনা জেলা প্রতিনিধি
পাইকগাছার চাঁদখালীতে সরকারী দায়িত্ব পালনকালে গ্রাম পুলিশরা জীবন সরদার নামে এক ওয়ারেন্টভুক্ত ও একাধিক মামলার আসামী দ্বারা মারপিটের অভিযোগে থানায় মামলা হয়েছে। গ্রাম পুলিশদের পক্ষ থেকে মামলাটি করেছেন চৌকিদার সিরাজুল ইসলাম। এদিকে ধৃত জীবন সরদার (২৮) সহ পুলিশ তার চাচাতো ভাই রাজু সরদার ( ২০) কে গ্রেপ্তার করেছেন।
চাঁদখালী ইউনিয়নের ফতেপুরের বাসিন্দা গ্রাম পুলিশ সিরাজুল জানান,গত ১৩ জানুয়ারী-তারিখে থানায় সপ্তাহিক হাজিরা ও চৌকিদার প্যারেডে ওসি স্যার সরকারী দায়িত্ব-কর্তব্য অংশ হিসেবে ওয়ারেন্ট তামিল, মাদক,চোর-ডাকাত ও বহিরাগতদের তথ্য সংগ্রহের নির্দেশনা দেন। স্যারের নির্দেশনা মেনে ১৫ জানুয়ারী সন্ধ্যায় দফাদার আফসার সানা, চৌকিদার ফিরোজ সহ গ্রাম পুলিশরা মৌখালী নরিম সানার মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর গিয়ে অবস্থান করি। এ সময় জিআর ২৭৭/২০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এলাকার ত্রাস সৃষ্টিকারী চোর জীবনকে ধরে ফেলে থানায় মোবাইল করি। জীবন ধস্তা-ধস্তি শুরু করে আমাদের উপর চড়াও হয়ে অকথ্যভাবে গালি-গালাজ ও কিল-ঘুষি মেরে আঘাত করে। অভিযোগ উঠেছে ঘটনার সময় জীবনের চাচাতো ভাই রাজু,আকবর তাকে সহয়তা করে। এ ঘটনায় গ্রাম পুলিশ সিরাজুল ইসলাম বাদী হয়ে জীবন,রাজু, আকবর সহ অনেকের নামে শনিবার থানায় মামলা করেছেন,যার নং ১৭। ওসি মোঃ এজাজ শফী বলেনন সরকারী দায়িত্ব পালনের সময় গ্রাম পুলিশদের মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ঘটনায় জড়িত জীবন ও তার চাচাতো ভাই রাজুকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply