ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
জেলার পীরগঞ্জ সিএনজিচালকের কাছে চাঁদা দাবি ও গাড়ি ভাঙচুর করায় উপজেলা নির্বাহী অফিসার ও পীরগঞ্জ থানা বরাবর অভিযোগ দায়ের করেছেন সিএনজির মালিক ও চালকগন।
আজ বুধবার দুপুরে পীরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার রেজাউল করিম ও পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় বরাবর অভিযোগ দায়ের করেছেন সিএনজি মালিক ও চালকরা। অভিযোগে লেখা আছে যে , আমরা নিম্ন নামীয় ব্যক্তিগণ সিএনজি মালিকগণ ও চালক হইতেছি । আমরা বিগত ৪ মাস যাবৎ ঠাকুরগাঁও জেলার মধ্যে সিএনজি চালাইয়া সংসার জীবিকা নির্বাহ করিয়া আসিতেছি । এমতাবস্থায় ১। মােঃ বেলাল হােসেন ( ৩৫ ) , ২। মোঃ দুলাল হােসেন ( ৩২ ) , গ্রাম- মিত্র বাটি , উপজেলা- পীরগঞ্জ , জেলা- ঠাকুরগাঁও তাহাদের লােকজন লইয়া আমাদেরকে পীরগঞ্জ উপজেলার মধ্যে সিএনজি চালাইতে দেয় না ।
কখনাে সাগুনি ব্রিজের এপাশে , কখনাে বা সাগুনী ব্রিজের ওপার্শ্বে আমাদের সিএনজি গাড়ী গুলোকে আটকাইয়া চাঁদা দাবী করে , যদি তাহাদেরকে চাঁদা না দিয়া সিএনজি চালাই তাহা হইলে আমাদেরকে মারধর করিবে , আমাদের সিএনজি ভাংচুর করিয়া দিবে , বিভিন্ন ধরনের হুমকি দেয় ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান তিনি অভিযোগ পেয়েছেন অভিযোগটি জেলা প্রশাসকে জানানো হবে আর চাঁদা দাবির বিষয়টি তদন্ত করে দেখবেন ।
Leave a Reply