বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ) জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার একটি অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আলোড়ন ফাউন্ডেশনের উদ্যোগে ১৯ এপ্রিল রোজ বুধবার দুপুর ২টা৩০ মিনিটের সময় আনুষ্ঠানিক ভাবে অসহায়, গরীব, দুঃখী, অনাথ -অনাহারী, পথচারী, গৃহহারা অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আলোড়ণ ফাউন্ডেশন সংগঠনটি দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে মানুষের পাশে দাঁড়িয়ে একটু সহানুভূতি প্রকাশ ও মানবিকতার পরিচয় দিয়েছে ২০২২ সালে। এসময় ফুলপুর সিংহেশ্বর ইউনিয়ন সহ নেত্রেকোনা বন্যা কবলিত এলাকায় তাদের সাধ্যমত ত্রান সামগ্রী দিয়েছিল।সংগঠটির দারপ্রান্তে ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কুল পড়ুয়া তরুণেরা মানবিক ও মহতী উদ্যোগে সারা দিয়ে তাদের কাজ গুলো সফল করেছিল।তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় আজ সুবিধা বঞ্চিত মানুষের কথা চিন্তা করে ৫০টি পরিবারের মাঝে সেমাই প্যাকেট,চিনি,দুধ, নকশা পিঠা,নুডলস, সাবান, শ্যাম্পু বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব ইরশাদ হোসেন( লিমন) ও সাধারন সম্পাদক জনাব তানিম আহমেদ (শাওন)।এই দুই তারাকা বর্তমান সময়ের ছাত্রলীগ নেতা উপস্থিত হয়ে ঈদ সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছে ও আলোড়ন ফাউন্ডেশনের সদস্যদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে।
আলোড়ন ফাউন্ডেশনের সেচ্ছাসেবীদের মধ্যে যারা সব সময় অসহায় গরীব মানুষ কে নিয়ে ভাবেন তাদের মধ্যে এসময় উপস্থিত থেকে সম্মিলিত প্রচেষ্টায় আজকের ঈদ সামগ্রী বিতরণ সফল করে পথচারী মানুষের মুখে হাঁসি ফুটিয়েছে জিহান,দিহান,উদয়,নোমান,মুশফিক,সামি,মারূফ,তামজিদ,অমি প্রমুখ।
Leave a Reply