ফেনীর ছাগলনাইয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা ।
সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি:- ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে সরকারী নির্দেশনা অমান্য করে অবৈধ ভাবে বালু উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করে উপজেলা প্রশাসন এর ভ্রাম্যমান আদালত ।
আজ ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ারা ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন ।উক্ত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনরত একটি ট্রলার আটক করা হয়।
নদী ভাঙন প্রবন এ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে ১,০০,০০০(এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিজিবি মধুগ্রাম ক্যাম্প এর কোম্পানী কমান্ডার সহ অন্যান্য সদস্যরা সার্বিক সহযোগিতায় ছিলেন।
ছাগলনাইয়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হুমায়ারা ইসলাম জানিয়েছেন ছাগলনাইয়া উপজেলায় কোন অপরাধী ছাড় পাবে না ।অপরাধ করলে সে যেই হোক না কেন তার প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।এবং জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ।
Leave a Reply