ফেনীর ছাগলনাইয়ায় পুলিশ মুক্তিযোদ্ধার উপরে সন্ত্রাসী হামলা হয়েছে ।
সৌরভ মজুমদার ছাগলনাইয়া প্রতিনিধি ঃ ফেনীর ছাগলনাইয়া পুলিশ মুক্তিযোদ্ধা ও পরিবারে সদস্যদের উপরে সন্ত্রাসীদের হামলার খবর পাওয়া গেছে। ঘটনাঠি ঘটেছে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা পৌর শহরের পূর্ব ছাগলনাইয়া সুবেদারী পাড়ায় পাটোয়ারী বাড়ী সামনে।
এ ব্যাপারে পুলিশ বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা কামাল পাটোয়ারী বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন।
এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ১০টায় মামলার বাদী দুই সন্তান সহ বসতবাড়ীর বারান্দার বসে থাকা অবস্থায় মামলার বিবাদী মোহাম্মদ রফিক, মোঃ আরিফ, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, মোঃ আলা উদ্দিন, মোঃ শিমুল, জাহাঙ্গীর আলম, জো¯œা আরা বেগম, আনোয়ারা বেগমসহ অজ্ঞাত আরো ৩/৪জন দেশীয় অস্ত্রসন্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। এতে মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা কামাল উদ্দিন পাটোয়ারী, উনার ছেলে মোঃ আশরাফুল হোসাইন ও নাজমুল হাসান গুরুত্বর আহত হন। এ সময় মামলার বিবাদীরা তাদেরকে শ^াসরোধ করে হত্যা করার চেষ্টা করে এবং একটি কক্ষে অবরোধ করে রাখে। এ সময় পুলিশ বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা কামাল পাটোয়ারীসহ উনার ছেলেদের অকাথ্য ভাষায় গালিগালাজ করে হামলাকারীরা। স্ব-পরিবারে প্রাণ নাশের হুমকি প্রদান করে বলে এজাহার সূত্রে জানা যায়। খবর পেয়ে ছাগলনাইয়া থানার এসআই গিয়াস উদ্দিন নেতৃত্বে পুলিশের একটি টিম মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা সহ উনার ছেলেদের উদ্ধার করেন।
এ ব্যাপারে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, আমরা খবর পেয়ে দ্রæত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা কামাল পাটোয়ারী ও উনার ছেলেদের উদ্ধার করি। উক্ত বিষয়ে থানায় একটি অভিযোগ জমা পড়েছে। তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply