বকশীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার ॥ শাশুড়ী আটক
রতন ইনতিসার জামালপুরের বকশীগঞ্জে আয়শা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ থানা পুলিশ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বগারচর গ্রামের নওফরিদ মিয়ার ছেলে জাহিনূর হোসেন(২২) এর সাথে পার্শবর্তী দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর গ্রামের উমর গাজীর মেয়ে আয়শা বেগম(১৮) এর বিয়ে হয় দেড় মাস পূর্বে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে নানা বিষয় নিয়ে মনোমালিন্য চলে আসছিলো। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে শশুড় বাড়ীর লোকজন স্বামীর বসত ঘর থেকে আয়শার অচেতন দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কতর্ব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে আয়শা বেগমকে মৃত ঘোষনা করেন। ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আয়শার লাশ উদ্ধার করে। একই সময় পুলিশ আয়শার শাশুড়ী জাহানা বেগমকে আটক করে। ঘটনার পরেই আয়শার স্বামী জাহিনূর হোসেনসহ শশুড় বাড়ীর লোকজন পলাতক রয়েছে।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, লাশ উদ্ধার হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান
Leave a Reply