স্টাফ রিপোর্টার, বগুড়াঃ
বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ১০ গ্রাম হেরোইন এবং ৬৫ বোতল ফেন্সিডিলসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত সোয়া ১০ টার দিকে সদর ও শাজাহানপুর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই চারজন হলো- শাজাহানপুরের দাড়িকামারীর মৃত ছফের উদ্দিনের ছেলে সাইদুজ্জামান ওরফে সাঈদী আলম (৪০), একই উপজেলার সাবরুল এলাকার মুনছুর রহমানের ছেলে আতিক (২৬), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার পিরোজপুর মধ্যপাড়ার মৃত সেতাব উদ্দিনের ছেলে মোমিনুল ইসলাম (২৮) এবং একই উপজেলার উপরচকপাড়ার বেনজির আলীর ছেলে রিপন আলী (২৪)।
শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে ডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ডিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শুক্রবার রাত সোয়া ১০ টার দিকে সদরের সাতমাথা টু রানার প্লাজাগামী রাস্তা থেকে ৬৫ বোতল ফেন্সিডিলসহ মোমিনুল ও রিপন আলীকে গ্রেফতার করা হয়। এদিকে ডিবির অপর একটি টিম শাজাহানপুরের বয়রাদীঘি রাস্তার মাথা থেকে ১০ গ্রাম হেরোইনসহ সাইদুজ্জাম ও আতিককে গ্রেপ্তার করে।
বগুড়া জেলা শাখার ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, আসামিদের বিরুদ্ধে সদর ও শাজাহানপুর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে এর আগেও সাইদুজ্জামানের বিরুদ্ধে ৮ টি এবং আতিক এর বিরুদ্ধে ১ টি মামলা রয়েছে।
Leave a Reply