বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে সুবিধাবঞ্চিত রোজাদার মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের সাতমাথাসহ, নিউ মার্কেট, গালাপট্টি মোড়, শহীদ খোকন পার্ক, সার্কিট হাউজ সড়ক ঘুরে এসব শিক্ষার্থীরা শতাধিক সুবিধাবঞ্চিত রোজাদার নারী-পুরুষের হাতে ইফতার বক্স তুলে দেন।
শহরের নিউ মার্কেটের সামনে বসে থাকা রহিমা নামের এক বৃদ্ধা বলেন, পবিত্র রমজান মাসে সেহেরি ও ইফতার আল্লাহ্ তায়ালার নেয়ামত। তিনি ইফতারের আগ মুহূর্তে শিক্ষার্ত্রীদের দেওয়া ইফতার বক্স পেয়ে বিষন্নমুখে হাসি নিয়ে দোয়া করেন তাদের জন্য।
ইফতার বিতরণকালে এক শিক্ষার্থী বলেন, বিদ্যালয়ের সহপাঠীদের ব্যবস্থাপনায় এই ইফতার বিতরণ করা হয়েছে। আমরা যদি সার্বিক সহযোগিতা পাই আগামীতে আরও বড় পরিসরে ইনশাআল্লাহ ইফতার বিতরণ করতে পারব বলে আমাদের আশা। আগামীতে আমরা ইফতারের সঙ্গে ঈদের পোশাক দিতে চেষ্টা করবো। এ সময় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply